সাবেক কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

দাইয়াপাড়ায় পুকুর ভরাট

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় পুকুর ভরাটের দায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে জানান, ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌজার বিএস দাগ নং-১০১৪৪ স্থিত পুকুরটি ভরাট করা হয়। এর আগে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরবর্তীতে ৩ জুলাই শুনানি অনুষ্ঠিত হয়। এতে পুুকুর ভরাটকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। গত ২ আগস্ট আবারো ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
এদিকে মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হচ্ছেন- জাবেদ নজরুল ইসলাম, হাজী সায়েদুল ইসলাম, আলহাজ্ব আকলিমা বেগম, আলহাজ্ব মো. নাজির হোসাইন, মো. জাকির হোসেন, জমিলা বেগম, মো. তওসিফ তানজিম হোসাইন, মো: আলতাফ হোছাইন, মো: আজগর হোসাইন, মো: মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম এবং ওয়াহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ আবাসিকে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধমুরগি এখন কেজি ১৭০ টাকা