সাঙ্গু থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাইপ জব্দ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে আবদুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি, তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পাইপ পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আহসাব উদ্দিন এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি। কেউ যদি এখানে পুনরায় কেউ আবারো অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়মিত মামলাসহ আইনগত মামলা করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া তাহমিনার পড়ালেখার দায়িত্ব নিলেন সীতাকুণ্ডের ওসি
পরবর্তী নিবন্ধমনজুর আলমের ঈদ উপহার পেলো ৪ হাজার এতিম শিক্ষার্থী