ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া তাহমিনার পড়ালেখার দায়িত্ব নিলেন সীতাকুণ্ডের ওসি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মেয়ে তাহমিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেয়ের এমন খুশির খবর শুনে মুখে হাসি নেই ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মিজানের। অভাবের সংসারে যেখানে দুবেলা ঠিকমত আহার যোগাতেই হিমশিম খেতে হয়, সেখানে ঢাকায় রেখে মেয়েকে কীভাবে পড়ালেখা করাবেন দুশ্চিন্তার শেষ নেই। একথা জেনে মেধাবী তাহমিনার পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন। গতকাল সোমবার দুপুরে তাহমিনা ও তার বাবামাকে থানায় ডেকে নিয়ে ফুল দিয়ে বরণ করেন ওসি কামাল উদ্দিন। এ সময় ওসি তাহমিনার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। আগামীতে তাহমিনার পড়াশোনায় সব রকমের সহযোগিতারও প্রতিশ্রুতি দেন ওসি। ওসি কামাল উদ্দিন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেয়েটি। কিন্তু আর্থিকভাবে খুবই অস্বচ্ছল। এ মেয়ে ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিবে। আগামীতে তার পড়াশোনার জন্যে যত রকম সহযোগিতা প্রয়োজন আমি করবো।

তাহমিনা সীতাকুণ্ডে পৌর সদরের দক্ষিণ ইদিলপুর গ্রামের ভ্যান গাড়ি করে ফল বিক্রেতা মিজানের মেয়ে। তিনি ২০২২২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ‘বি’ ইউনিটে ১৮১তম ও ‘সি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেছেন। তাহমিনা ২০২১ সালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ৫ পেয়ে এসএসসি পাস করেন। এরপর ২০২৩ সালে একই বিভাগে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ৫ পেয়ে এইচএসসি পাস করেন। তাহমিনা আক্তার বলেন, ছাত্রজীবনে অনেক কষ্ট করেছি। আমি বই, খাতা, কলম পেতাম বিনামূল্যে। প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন আমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার সুযোগ দিয়েছে। আমি প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন ও সীতাকুণ্ড থানার ওসির কাছে চিরকৃতজ্ঞ। তিনি বড় হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডার হতে চান। তাহমিনার বাবা মো. মিজান বলেন, আমি অন্যের অধীনে কাজ করে সামান্য টাকা রোজগার করি। যে পয়সা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেয়ে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এটা জেনে আমি খুবই খুশি হয়েছি। এখন পড়ালেখার দায়িত্ব সীতাকুণ্ড থানার ওসি বহন করায় আশ্বাসে তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধসাঙ্গু থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাইপ জব্দ