সরবরাহ বাড়ার কারণে নগরীর কাঁচাবাজারগুলোতে কমছে প্রায় সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে সবজির সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে গত এক সপ্তাহ ধরে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কমছে।
গতকাল নগরীর চকবাজার ও ২ নং গেট কর্ণফুলী কমপ্লেঙে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি কাকরল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৭০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, আলু ৬০ টাকা, ভারতীয় টমেটো ১৬০ টাকা, গাজর ১৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা।
কর্ণফুলী কমপ্লেক্সের সবজি বিক্রেতা মোহাম্মদ হাসান বলেন, বাজারে সবজির দাম নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। আমরা খুচরা ব্যবসায়ীরা পাইকার বাজার থেকে সবজি এনে বিক্রি করে। সবজি পচনশীল পণ্য। চাইলেই মজুদ করে রাখা যায় না। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে সরবরাহ বেড়েছে। তাই দামও কমছে।