সম্পর্ক হল অনেকটা চারাগাছের ন্যায়। নিয়মিত পরিচর্চায় চারাগাছ সঠিকভাবে বেড়ে ওঠে। পরিচর্চার অভাব হলে চারাগাছ শুকিয়ে মরে যায়। মানুষের সম্পর্কের ও পরিচর্চার প্রয়োজন। পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা, আবেগ-অনুভূতি-ভাবের বিনিময় মানুষের সম্পর্ককে বাঁচিয়ে রাখে, সুন্দর করে তোলে। এর ব্যতিক্রম হলে সম্পর্ক টিকে থাকে না, রুগ্ণ হয়ে বা শুকিয়ে মরে যায় ঠিক চারাগাছের ন্যায়। বর্তমান যুগ অনেকটাই যান্ত্রিক। মানুষ সদা ব্যস্ত নিজকে নিয়ে। ফলে মানুষের সম্পর্ক দিন দিন হালকা ও ফিকে হয়ে আসছে। সম্পর্ক হয়ে উঠছে ক্রমশ জটিল। সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে পাল্টে যাচ্ছে সম্পর্কের ধরন। স্বার্থের দ্বন্দ্বে সম্পর্কের জন্ম, পরিসমাপ্তি ও রুপ পাল্টানো ক্ষণিকের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ব্যস্ততা, আত্নকেন্দ্রিক চিন্তাভাবনা, স্বার্থপরতা, অনৈতিক সম্পর্ক, মতের অমিল ইত্যাদি কারণে বর্তমানে মানুষের সম্পর্ক ছিন্ন হচ্ছে সবচেয়ে বেশি। সম্পর্ক বাঁচিয়ে রাখতে সবকিছুতে স্বীয় স্বার্থ খোঁজা পরিহার করতে হবে। রক্ষা করতে হবে সম্পর্কের পবিত্রতা। শত ব্যস্ততার মাঝে ও প্রিয়জনের জন্য বের করে নিতে হবে কিছুটা সময়। অন্যের যৌক্তিক মত বা চাওয়া-পাওয়ার প্রতি সম্মান দেখাতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে সবাইকে হতে হবে আন্তরিক। সম্পর্কের বয়স বাড়লে বা পরিণত হলে তা মানুষকে নিবিড় বন্ধনে আবদ্ধ করে রাখে। পারস্পরিক নির্ভরতা ও আস্থা বাড়ায়।এতে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন মজবুত হয়।