প্রয়োজন আত্মশুদ্ধি

আজিজা রূপা | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

আমরা খুব অকৃতজ্ঞ। কোন কিছুতে ব্যর্থ হলে ভাগ্য থেকে শুরু করে এর ওর দোষ দেয়া শুরু করি। কখনো নিজের ভুলটা কোথায়, নিজের দোষটা কোথায় একবারও ভাবিনা। যদি ভাবতাম তাহলে হয়ত পরপর ব্যর্থ হতাম না। যদিও কিছু কিছু ব্যর্থতা কিছু কিছু মানুষের শয়তানির কারণেও হয়ে থাকে। সবচেয়ে দুঃখজনক আমরা হতাশ হয়ে ভুলে যাই এই পৃথিবীতে আসার মাধ্যম থেকে শুরু করে আলো, বাতাস এমনকি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার পিছনে অলোকে অনেকের অবদান থাকে। আমরা চোখ পিটপিট করে তাকানোর দিন থেকে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি অর্জন করে নিজেকে সফলতার উচ্চ শিখরে দেখে এটা বুঝতে পারিনা যে, আমার অতটুকু পৌঁছানোর পিছনে শুধু মাত্র আমি নই, আমার মা বাবা নয় একটি স্থানের, কয়েকজন মানুষের,একটি দেশের একজন ফকিরেরও অবদান আছে। কারণ ফকির, রিকশাওয়ালা যদি টেঙ না দিত আপনি, আমি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি সেই বিশ্ববিদ্যালয় সরকার তার পকেটের টাকায় করেনি, যে রাস্তা দিয়ে হাঁটছি সরকার তার পকেটের টাকায় করেনি ঐ ফকির রিকশাওয়ালা সকলের পরিশ্রমে অর্জিত টাকার কিছু অংশ সেখানে আছে। বিশ্বব্যাংকের ঋণের টাকা সরকার শোধ করেনা আজকে যে শিশু ভূমিষ্ট হয়েছে সেও টেঙ দিয়ে দুধ খাচ্ছে। সেই ঋণের টাকা দিয়ে আমরা কিছুটা হলেও সুবিধা ভোগ করছি। আর আমরা একটা পজিশনে গিয়ে ভাবি আমার সকল ব্যর্থতার জন্য আমারা মা বাবা থেকে শুরু করে আরো কতজনকে, কতকিছুকে দায়ী ভাবতে শুরু করি। আর সকল সফলতা আমার নিজের কারণেই হয়েছে। আসলে আমরা ভুল ভাবি সামনের দেখি। অগোছরেরটা দেখিনা। নিজের দায়িত্ববোধকে জাগ্রত করার আগে মেরে ফেলি। তাই আমাদের প্রয়োজন আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধিতেই মিলিবে ঈশ্বর, মিলিবে সত্য, শান্তি, হবে জীবন সুন্দর।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের সহজ কথন
পরবর্তী নিবন্ধচিকিৎসা যখন মৌলিক অধিকার