জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সমাজ উন্নয়ন ও কল্যাণে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জাতীয় সংগঠন কল্যাণমুখী কাজ করে সরকারের উন্নয়ন সহযোগী হতে পারে। যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। হাটহাজারী সদরের সেবামূলক সংগঠন জাগৃতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী। জাগৃতির সাধারণ সম্পাদক মো. ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মাস্টার, নিজাম চৌধুরী, আসলাম মোরশেদ, সোহরাওয়ার্দী চৌধুরী, মোহাম্মদ জাফর, কফিল উদ্দিন মুন্না, শাহেদুল ইসলাম বাবলু, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ রাশেদ প্রমুখ।