লেবাননের উদ্দেশে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল গতকাল বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌসদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ জন নৌসদস্যের অপর একটি দল লেবানন গমন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিম ছাত্রদের মাঝে উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধসমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে সামাজিক সংগঠন : ব্যারিস্টার আনিস