দুঃসময়ে পাশে থাকা মানুষটিই
প্রকৃত বন্ধু! ভালোবাসা তার জন্য।
দুঃসময়ে দূরে সরে যাওয়া মানুষটি
স্মরণে থাকবে আজীবন।
করুণা তার জন্য।
দুঃসময়ের সুযোগ নেওয়া মানুষটি
প্রকৃত শত্রু, সাবধান হওয়া জরুরি।
দুঃসময়ে ঠেলে দেওয়া মানুষটি
নির্বাসিত হবে চিরদিনের জন্য,
ঘৃণা তার জন্য।
সবাই বন্ধু হতে পারেনা ।