সবুজের আর্তনাদ

আফরোজা এনাম | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

বৈশাখের খরতাপ নেমেছিল হায়েনার মতো সুশোভিত শ্যামল- ছায়ায়। যেখানে পত্র- পল্লবের ভেতরে স্বচ্ছ আলো খেলা করে নিত্য, শান্ত সকালের হিম হিম পরশে সজীবতা আর প্রাণ জেগে উঠে যেখানে; ঠিক সেখানে পড়েছিল দৈরাত্ব বৈশাখের। লেলিহান শিখা গিলে খায়, সবুজ ঘাস আর লতা পাতা বৃক্ষ, বাদ পড়ে না শিশির ভেজা ছোট দূর্বাটি। দাবানলের মত্ততায় ভরে গেছে সমস্তটাই। চারিপাশে ধূসরতার সুউচ্চ পর্বত, যেন আকাশে হেলান দিয়ে বিদ্রুপ করছে।
অক্টোপাসের মতো নির্মমতায় দগ্ধ আজ সবুজেতা, মৃত প্রায়। সজীবতা সেই হাত আজ আকাশের বুকে আঁচড় কাটে, নব আলোকের আনন দর্শনে। গ্রীষ্মের যন্ত্রণা শেষ হয় কোন একদিন; হয়ত বর্ষার বর্ষণে,সেই সাথে ধর্ষণের যন্ত্রণাও ।

পূর্ববর্তী নিবন্ধসফলতার জন্য চাই দৃঢ়তা
পরবর্তী নিবন্ধসবাই বন্ধু হতে পারে না