সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নিরাপদ অভিবাসন, দক্ষতা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী প্রচার, সেমিনার কবি আবদুল হাকিম পাবলিক মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান বি.এ। বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। তিনি বলেন, জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটোই পাওয়া যাবে।
মুজিব বর্ষে ১০০০ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য অভিবাসনে বিদেশ প্রেরণের বিষয়টিও সভাকে অবহিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।