সকল শিক্ষক ও শিক্ষার্থী সুস্থ থাকুক

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে দেশে করোনাক্রান্তের হার বাড়ছে। বাড়ছে চট্টগ্রামেও। পাশাপাশি এই কয়দিনে রাংগুনিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন, হচ্ছেন। যা উদ্বেগ বাড়াচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ ও অভিভাবকদের মাঝে। বেশকিছু অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, তারা তাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যাপারে শংকায় রয়েছেন। উপজেলার সম্মানিত শিক্ষা কর্মকর্তাবৃন্দ এ সম্পর্কে অবগত রয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেনা ও প্রাথমিক ব্যবস্থাদি গ্রহণ করছেন।
এর আগে করোনা শুরুর দিকে এভাবে রাঙ্গুনিয়ার প্রাথমিক শিক্ষকগণ আক্রান্ত হননি বা হলেও তা উদ্বেগজনক ছিল না। অবশ্য তখন বিদ্যালয় বন্ধ থাকায় সেটার খুব একটা প্রভাব পড়েনি। যেহেতু বর্তমানে আক্রান্তের হার বৃদ্ধি হচ্ছে সেহেতু উর্ধ্বতন কর্তৃপক্ষ জরুরি সব পদক্ষেপ নেবেন বলে মনে করেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট সব মহল। প্রয়োজনে দেশে করোনায় ঝুঁকিপূর্ণ এলাকাসমূহের প্রাথমিক বিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া যায়। এটা হলে অন্ততপক্ষে, সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ঝুঁকি কিছুটা হলেও কমবে বলে মনে করেন অনেকে। এরপরও উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা চাই, সকল শিক্ষক ও শিক্ষার্থী সুস্থ থাকুক, ভালো থাকুক।
লেখক: শিক্ষক, প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধশীতের রূপ-রসে শহুরে জীবন
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে