জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যার কারণে স্কুল কলেজসহ আধুনিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন মাদ্রাসাকে এমপিও ভুক্ত করে সেসব মাদ্রাসাকে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনছেন।
বুধবার বিকেলে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসায় মা সমাবেশ ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে ঈদ এ মিলাদুন্নবী (সা🙂 মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্তি মজুমদার, ছনহরা ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুল রশিদ দৌলতি, নুর মোহাম্মদ, এসএস গ্রুপের চেয়ারম্যান শফিকুল আলম সিকদার, শফিউল আলম বাদশা, আব্দুল রশিদ সিকদার। এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী প্রমুখ। মাহফিলে ওয়াজিন ছিলেন আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা ছৈয়দ আছরারুল হক আনোয়ারী হোসাইনী, মাওলনা হাফেজ আহমদ আলকাদেরী, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শরীফ উল্লাহ আশেকী, সিনিয়র মুদাররিছ মাওলানা মুহাম্মদ ইউছুপ জিলানী, শিক্ষক মাওলানা নুরুল আবছার, হারুনুর রশিদ মাস্টার, সমাজসেবক এসএম রুবেল। মিলাদ মাহফিল শেষে তাবরুক বিতরণ করা হয়।