শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ১০৭ টন কাপড় খোলা বাজারে বিক্রির জন্য মজুদের দায়ে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। সাভারের রপ্তানিমুখী চীনা প্রতিষ্ঠান গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড এসব পণ্য আমদানি করে। তবে প্রতিষ্ঠানটি আমদানি করা পণ্য নিজস্ব গুদামে না রেখে নগরীর হালিশহর এলাকার একটি গুদামে মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্প্রতি এসব কাপড় জব্দ করা হয়।
জানা গেছে, রপ্তানিমুখী প্রতিষ্ঠান হওয়ায় আমদানিকারক অন্তত ২ কোটি ৮৮ লাখ কোটি টাকার শুল্ককর ছাড় পেয়েছিলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বলেন, রপ্তানিতে উৎসাহ দিতে শিল্প উদ্যোক্তাদের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়।
কিন্তু কিছু সংখ্যক লোক এটির অপব্যবহার করে পণ্য খোলা বাজারে বিক্রি করে দেয়। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।












