শিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুমিল্লা ও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষক, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচারঅনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে রাঙ্গুনিয়া সৈয়দবাড়িস্থ প্রয়াতের নিজ বাড়ি নীলাচল সংলগ্ন সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে রাউজান উত্তর গুজরা ঠাকুরবাড়ীস্থ শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘএ ঠাকুর ভোগ ও অনাথ শিশুকিশোরদের অন্নদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধএডভোকেট বদিউল আলমের ২২তম মৃত্যুবার্ষিকী আজ