শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

মেয়রের প্রকল্প এলাকা পরিদর্শন

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউটের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন মেয়র।

এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করবে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট। ঐতিহ্যবাহী এই জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজ দ্রুত শেষ করতে হবে, নিশ্চিত করতে হবে প্রকল্পের সেরা মান এবং জননিরাপত্তা।

এসময় প্রকল্পের বিভিন্ন দিক এবং কাজের অগ্রগতি সম্পর্কে মেয়রকে অবহিত করেন প্রকল্প পরিচালক উপসচিব লুৎফর রহমান। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দারসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।