শহীদ বাবরের খুনিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে

স্মরণসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাবরমুজিবের হত্যাকারীরা যতই শক্তিশালী হোক, তাদের এবং তাদের আশ্রয়দাতাদের আইনের মুখোমুখি হতে হবে। সেদিন বেশি দূরে নয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদের পরিচালনায় শহীদ ফখরুদ্দিন মোহাম্মদ বাবরের ৩৪তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ একথা বলেন।

স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মো. হাসেম, এম. নাসিরুল হক, প্রকৌশলী দেলোয়ার মজুমদার। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুল হক, চন্দন ধর, দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাচ্চু, আবু ফরহাদ সাবু, প্রবীর আচার্য, সীমান্ত তালুকদার ও ব্যারিস্টার ইমরানুল কবির প্রমুখ।

চসিক মেয়র তার বক্তব্যে বলেন, শহীদ বাবরের কারণে দল আজ সুসংগঠিত। তার মৃত্যু আমাদের দলের অপূরণীয় ক্ষতি। তার হত্যার সাথে জড়িতদের বিচার একদিন হবেই।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার আঞ্চলিক সম্মেলন
পরবর্তী নিবন্ধসরকারি চাকরির আশায় বিসিএসে বসেছেন সাড়ে তিন লাখ প্রার্থী