হাইড্রোলিক হর্নের শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা ওয়াই জংশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে হাইড্রোলিক হর্নসহ অতিমাত্রায় শব্দদূষণের অপরাধে ১১ যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। একই সঙ্গে তাদের ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং গবেষণাগারের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। এসময় পরিবেশ অধিদপ্তর গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্ সরকার, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন, কর্ণফুলী থানার পুলিশ ফোর্স এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের কর্মচারীবৃন্দ। অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা।