শনিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট

বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল আবার চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মাত্র কদিন হলো চট্টগ্রামে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে গেছে বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট দল। সে সিরিজটি জিতেছিল বাংলাদেশ। এরপর দু’দল যায় সিলেটে। সেখানে অনুষ্ঠিত হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচটিতে বাংলাদেশ দল হেরেছে লজ্জাজনকভাবে। সিলেট টেস্ট করে বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট দল আবার এসেছে চট্টগ্রামে। কারন আগামী শনিবার থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। গতকাল দুপুরে দু’দলই চাটার্ড বিমানে করে সিলেট থেকে চট্টগ্রামে এসে পৌছায়। বিমান বন্দর থেকে সরাসরি দু’দলই উঠে তাদের জন্য নির্ধারিত হোটেল রেডিসনে।

আজ দু’দলই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে। শ্রীলংকা দল অনুশীলন করবে সকাল ১০ টা থেকে। আর সে জন্য তারা হোটেল ত্যাগ করবে সকাল ৯ টায়। আর বাংলাদেশ অনুশীলন করবে দুপুর ১ টা থেকে। সিলেটে প্রথম টেস্টে হারের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। ইনজুরির কারনে দল থেকে বাদ পড়া ব্যাটার মুশফিকুর রহিমের জায়গায় দলে এসেছিলেন হৃদয়। সিলেট টেস্টে দলের ব্যাটারদের চরম ব্যর্থতা ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। দুই ইনিসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। তাই শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। অথচ এই পুরো সিরিজেই তার না খেলার কথা ছিল। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। সিরিজ হার এড়াতে হলে চট্টগ্রাম টেস্টে জয়ের কোন বিকল্প নেই স্বাগতিকদের। আর জয়ের লক্ষ্যেই দলে ফেরানো হয়েছে সাকিবকে। ইনজুরির কারনে দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অন্যরা নেই ফর্মে। তাই টিম ম্যানেজম্যান্টের কপালে চিন্তার রেখা। এখন লক্ষ্য চট্টগ্রাম টেস্টে জিতে অন্তত সিরিজ ড্র করা। সে কাজটা যে কঠিন সেটা বেশ ভালই টের পাচ্ছে স্বাগতিকরা। তাই যে দুই দিন বাকি রয়েছে তাতে কঠোর অনুশীলনের উপর জোর দিচ্ছে টিম ম্যানজেম্যান্ট। বিশেষ করে দলের ব্যাটারদের রানে ফেরানোর চেষ্টা স্বাগতিক শিবিরে। না হয় টিটোয়েন্টি সিরিজের মত টেস্ট সিরিজেও হারতে হবে বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধআজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া