দুপুর ছুঁয়েছে ঝাউবৃক্ষের পাতা
শব্দশস্য দুধে রস বাড়িয়েছে ছায়াহাত
কেন বৃক্ষ ইব চতুর্ধারে
যে ফুলের ফল নেই গন্ধই সম্বল
তাকে কেনো ভাঙো ছেঁড়ো
খুব পোকা…
এই প্রাণ ঘর্ষণে ঘর্ষণে রণভৈরবী
অসংখ্য বিফল উদ্ভিদ উচ্ছ্বাসে
তীব্র কুহক হেঁটে যায় স্রোত বরাবর
অশ্রুপাত কাঁটাঝোঁপে যদি জেগে ওঠে অন্য বর্ণমালা