লেডিস ক্লাবের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পেয়েছে স্বাধীন ভূ-খণ্ড ও একটি লাল সবুজের পতাকা। সেই দেশকে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি দেশকে এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে উপনীত করেছেন।
এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা সেরীনা তাহের, প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ-সভানেত্রী সাবিহা মুসা ও পারভিন চৌধুরী, কোষাধ্যক্ষ শামীম কাদের সুরমা প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খালেদা আক্তার চৌধুরী, শামসুন নাহার করিম, মর্জিনা আখতার, আলেয়া চৌধুরী, নাছিমা আখতার, মেহের আফরোজ হাসিনা ও রেহেনা আকতার করিম। সঙ্গীত পরিবেশন করেন রুহি মোস্তফা, আখতার বানু ফ্যান্সী, মাইনু নিজাম, সাহানা আখতার বীথি ও ইসমত আরা খন্দকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজান আলী মামুনের পরিবারকে অনুদান
পরবর্তী নিবন্ধবারুণী স্নানে পুণ্যার্থীর ঢল