লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর কমিটি গঠন

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর ২০২২-২৩ সেবা বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ২০২১-২২ সেবা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইউসুফ চৌধুরী।

উক্ত নির্বাচনে ক্লাব প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন লায়ন আরশাদুর রহমান, সহ-সভাপতি মো. আবুল হাশেম, মো. তৌফিকুল ইসলাম, কাজী জসিম উদ্দিন, কাজী রুনু বিলকিস, ক্লাব সেক্রেটারী আরিফ সাজ্জাদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মোঃ তসলিম, মোঃ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম ভূঁইয়া, ইয়াসমিন আক্তার ডলি, এডভোকেট আজম খান, ক্লাব ট্রেজারার অনিরুদ্ধ চৌধুরী জয়, জয়েন্ট ট্রেজারার আবদুল মান্নান, রাবেয়া সুলতানা, জাহেদুল ইসলাম চৌধুরী, ক্লাব এডমিনিসট্রেটর রাশেদা আক্তার মুন্নি, ক্লাব লিডারশীপ চেয়ারপারসন মো. আবুল হাশেম, ক্লাব মেম্বারশীপ চেয়ারপারসন জিনাত কমর রিটা, ক্লাব সার্ভিস চেয়ারপারসন মো. আবু বক্কর সিদ্দিকী, ক্লাব এলসিআইএফ চেয়ারপারসন জি এম রেজাউল ইসলাম ভূঁইয়া, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপারমন তারেক কামাল, টেইল টুইস্টার জি এম দিদারুল আলম টেমার, দিদারুল আলম নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণেল আবু তাহের স্মরণে জাসদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটির শোকসভা