কর্ণেল আবু তাহের স্মরণে জাসদের আলোচনা সভা

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাসদ চট্টগ্রামের এক সভা গতকাল বৃহস্পতিবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে বাংলাদেশ জাসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য বাবু ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবু মো. হাশেম, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী, দক্ষিণ জেলা সা. সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সা. সম্পাদক এস এম আক্তারুল আলম, মহানগর সা. সম্পাদক মাহবুবুল হক, জাসদ মহানগর সহ-সভাপতি আবদুল লতিফ, হায়দার আলী, বোয়ালখালী থানা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, জাসদ নেতা এস.এম ইউসুফ, অধ্যক্ষ সমীর দাশ, সৈয়দ জাফর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কর্ণেল তাহের ছিলেন বিপ্লবী, বাস্তববাদী লেখক, রণকৌশলী, গেরিলা যুদ্ধের নেতা ও সামরিক বিশেষজ্ঞ। মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার শহীন কর্ণেল আবু তাহের বীর উত্তম জাতির শ্রেষ্ঠ সন্তান। পশ্চিম পাকিস্থানের সেনা ছাউনি থেকে পালিযয় ১১০০ মাইল অতিক্রম করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক পা হারান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল কালাম
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর কমিটি গঠন