রিকশাচালকদের মাঝে এনসিপি’র রেইনকোট বিতরণ

| শুক্রবার , ২০ জুন, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এসিপি) উদ্যোগে চট্টগ্রামে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে এনসিপি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর দুই নম্বর গেট এলাকায় এই রেইনকোট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘এনসিপি একটি গণমানুষের দল। জুলাই আন্দোলনে ছাত্রজনতার ত্যাগ ও আদর্শকে ধারণ করে গড়ে উঠা এই দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। বৃষ্টির দিনে দরিদ্র রিকশাচালকদের কষ্ট কিছুটা লাঘব করতেই আজ রেইনকোট বিতরণ করেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই হতদরিদ্র মানুষগুলোর জীবন আরও সহজ হবে।’

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক মো. বেলাল হোসেন, আনিকা ইসলাম মনি, উম্মে হানি তানিয়া, আরিফ ইফতেখার, মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে এক বেকারিকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনগরীতে মাস্ক বিতরণ ক্যাম্পেইন