রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ১০:০১ পূর্বাহ্ণ

যুদ্ধ

যুদ্ধ চলছে
ঘরের ভেতরে
হয়তো আমরা জানি না
যুদ্ধ চলছে স্বামী-স্ত্রীতে
কেউ তো কাউকে মানি না।

ভাইয়ে ভাইয়ে চলে
তুমুল যুদ্ধ
কারো ধার কেউ ধারি না
বন্ধুর সাথে বন্ধু লড়ছে
অবাক না হয়ে পারি না।

ঘরে ঘরে আজ
যুদ্ধ চলছে
জ্বলছে সমানে বিশ্ব
যুদ্ধে যুদ্ধে ছারখার সব
যুদ্ধে হচ্ছি নিঃস্ব।