রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

জনগণ চায় শান্তি

কারো কারো পথ সহজ সরল

কারো কারো পথ বাঁকা

নানা সংকটে ঘাতপ্রতিঘাতে

চলে না জীবনচাকা।

 

কে কীভাবে চলেকে কীভাবে বলে

থাকে না নিয়ন্ত্রণ

অস্থিরতায় দিন চলে যায়

কর্মে বসে না মন।

 

কেউ কেউ চায় নির্বাচন আর

কেউ কেউ সংস্কার

জনগণ চায় শান্তি এবং

মৌলিক অধিকার।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধ৩৫০ বছরের ষষ্ঠীচরণ মজুমদারের জমিদার বাড়ি