ঠিক করে মতিগতি, চলে এসো রামগতি
যেখানে নদীতে ভাসে রূপালি ইলিশ
নদী ভাঙা মানুষেরা অসহায় দিশেহারা
তবুও তাদের আছে খুব মিলমিশ।
শহরের মায়া ভুলে, মেঘনার উপকূলে
শুনে যাও মাঝিদের রকমারি সুর
বিকেলে নদীর তীরে,
ঝিরঝিরে ধীরে ধীরে
বাতাস যে বয়ে যায় মিষ্টি মধুর।
কখনও দমকা হাওয়া করে শুধু আসা যাওয়া
ভেঙে দেয় মানুষের সুখের স্বপন
আবার জাগবে চর, গড়বে বসত ঘর
সে আশায় চেয়ে চেয়ে থাকে আজীবন
ঘর ভাঙে তবু কারো ভাঙে না যে মন।