হঠাৎ করেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। স্থানীয় সময় গতকাল শনিবার এই ঘোষণা দেন মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসা রদ্রিগো দুতার্তে। খবর বাংলানিউজের। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী বছর অনুষ্ঠিত হবে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবেন না দুতার্তে। নির্বাচনে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার মেয়ে সারা দুতার্তে কার্পিও। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুতার্তে বলেন, ফিলিপিনোর মধ্যে অনেকে মনে করেন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে যোগ্য নই। এ পদে নির্বাচনী লড়াই করলে সংবিধান লঙ্ঘন হবে, এটা সংবিধানের আদর্শের জন্য যায় না। আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও সেপ্টেম্বরে দুতার্তে বলেছিলেন, তিনি ২০২২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রদ্রিগো দুতার্তে এমন সময় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন, যখন গুঞ্জন উঠেছে তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার মেয়ে সারা দুতার্তে কার্পিও এখন দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়ের।