দিনমজুর থেকে মডেল

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

কয়েক বছর আগে একটি পোশাক সংস্থায় দিনমজুরের কাজ করতেন ক্যাথরিনা মাজেপা। সংসার চালানোর জন্য মাত্র ১৬ বছর বয়সে এ কাজ শুরু করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ক্যাথরিনা মাজেপার জন্ম অস্ট্রিয়ায়। তার স্বপ্ন ছিল এক দিন বড় মডেল হবেন। এ কারণে টেলিভিশন ও পত্রিকার বিজ্ঞাপনে নিয়মিত নজর রাখতেন। বিজ্ঞাপনের মডেলদের জায়গায় নিজেকে ভাবতেন। খবর বাংলানিউজের।
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ১৮ বছর বয়সে পুরোপুরি ছেড়ে দেন দিনমজুরের কাজ। নাম লেখান মডেলিং জগতে। বিভিন্ন সংস্থায় মডেল হিসেবে নিজেকে উপস্থাপন যোগ্যতার প্রমাণ রাখেন। মাত্র সাত বছরে বিশ্বের নামী-দামি মডেলদের তালিকায় ওঠে ক্যাথরিনার নাম। স্বপ্নের হাত ধরে মডেলিং করে মাত্র ২৫ বছর বয়সেই হয়েছেন কোটিপতি। কাজের যোগ্যতার প্রমাণ দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাশন শোয়ে ডাক পড়ে তার। র‌্যাম্পে হাঁটেন। মডেলিং শুরুর মাত্র সাত বছরে তিনি কোটিপতি বনে যান।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের
পরবর্তী নিবন্ধমাঝ আকাশে প্লেন-হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২