রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন বিএনপির আয়োজনে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং শিলক ইউনিয়নের মরহুম বিএনপি নেতাকর্মীদের স্মরণসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
তিনি বলেন, যে সকল নেতাকর্মীরা দলের কঠিন দুঃসময়ে নিয়মিত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, দলের পাশে থেকেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের কার্যক্রম করেছেন, তাদের মধ্য থেকেই আগামীতে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃনমূল পর্যায়ে নেতা নির্বাচিত করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, দল ও তারেক রহমানের কাছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের রাজনৈতিক আমলনামা আছে। আন্দোলন সংগ্রামে কারা কী করেছে উনি অবগত আছেন। সে হিসেবে তারেক রহমান জানেন কখন কোথায় কী করতে হবে। দল থেকে তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেটা বাস্তবায়ন করবো। এখন আমদেরকে দল গোছাতে হবে। পাশাপাশি দলের যে সকল নেতাকর্মীরা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই।
শিলক ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোকাররম হোসেন বান্টুর সভাপতিত্বে ও শিলক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজম খানের সঞ্চালনায় এ সময়ে অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা জামসেদ তালুকদার, শিলক ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবদুল মোতালেব বানু, শওকত তালুকদার, খায়েজ আহমেদ বাঁচা, আকতার, নুরুল কবির, মোক্তার হোসেন সুজন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল আহ্বায়ক শাহজাহান সিকদার, সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সচিব আলী নুর তালুকদার, আবদুল সাত্তার, ইলু, আবুল হোসেন চৌধুরী, মুহাম্মদ সেলিম, কাশেম, শাহাবুদ্দিন, আলী, জেলা ছাত্রদলের জাফর শিকদার, তৌসিফ চৌধুরী, কাজী সোহান, মিজান, জোনায়েদ, কপিল চৌধুরী, নিশাত শিকদার, ইস্কান্দার, মিনহাজ, ফারুক, জিসান, ইমাম প্রমুখ।