রাউজানের এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোহাম্মদ নাসের (২০) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার টিজিংয়ের শিকার হয় উপজেলার পশ্চিম গুজরার দশম শ্রেণির এক ছাত্রী। গতকাল মঙ্গলবার অভিযোগ পেয়ে ঘটনায় জড়িত যুবককে বাড়ি থেকে ডেকে আনা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদে। সেখানে জনপ্রতিনিধিগণ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে দেন।
জানা যায়, পুলিশ গতকাল বিকালে ইভটিজারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমার অফিসে হাজির করে। সেখানে সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে মুচলেখা ছেড়ে দেয়। ইভটিজার নাসের ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মনির উদ্দিনের পুত্র।