বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইরানের হয়ে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করেছেন মেহদি তারেমি। আগামীকাল মঙ্গলবার ইন্টার মিলানের হয়ে তার মাঠে নামার কথা ক্লাব বিশ্বকাপের ম্যাচে। কিন্তু ম্যাচটিতে তিনি থাকতে পারছেন না নিশ্চিতভাবেই। টুর্নামেন্টের পরের ম্যাচগুলিতেও তার খেলা নিয়ে আছে সংশয়। ইরান থেকে যে বেরই হতে পারছেন না অভিজ্ঞ এই ফরোয়ার্ড! ইরান–ইসরায়েল যুদ্ধের কারণে আপাতত ইরানের সব বিমানবন্দরই বন্ধ। শনিবার তারেমির পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। লস অ্যাঞ্জেলসে তাই ইন্টার মিলান স্কোয়াডে যোগ দিতে পারছেন না ৩২ বয়সী ফরোয়ার্ড। এই সংঘাত দীর্ঘমেয়াদী হলে ক্লাব বিশ্বকাপের পরের ম্যাচগুলিতেও তাকে পাবে না ইন্টার। ইতালিয়ান কিছু সংবাদমাধ্যম তো নিশ্চিতই করে দিয়েছে, গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না তারেমি। তেহরানের আজাদি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩–০ গোলের জয়ে একটি গোল করেন তারেমি। ইরান এর মধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপে খেলা। পোর্তোতে চার বছর কাটিয়ে গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি।
ইন্টারের সদ্যবিদায়ী কোচ সিমোনে ইনজাগি তাকে খেলিয়েছেন মূলত বদলি হিসেবে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন তিনটি। ইরানের হয়ে ৯৪ ম্যাচে ৫৫ গোল করে দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি।