শাক সবজির দাম হু হু করে মহাশূন্যে যাত্রা। বান্দার কি দন্য দশা, সেকথা ভাবার লোক আছে? আপনি একবার বাজারে যান, দাম শুনে তিরিক্ষি মেজাজে মাথায় হাত। কোন পণ্যটি নিয়ন্ত্রনে আছে? পিঁয়াজ শত টাকা ডিঙ্গিয়ে পর্বতমুখী, আলু ইতিমধ্যে পঞ্চাশ ছুঁয়েছে, বাকী সবজীর দাম অসীম নীলাকাশ—আশি/ একশত টাকার নীলাম্বরী কোঠায়। আহারে কষ্ট, হায়রে বিধাতা না খেয়ে কি মরবো? সামান্য কাঁচামরিচের মূল্য যেন বিড়াল ছানার মত লাফাই, দাপাদাপি করে –কি করবো? আগে বাপদাদারা ব্যাগ ভর্তি বাজার করতো, আর এখন সর্বনাশা মূল্য বৃদ্ধিতে পকেট ভর্তি টাকা নিয়ে ব্যাগ ভর্তির সুরাহা হয় না। জনগণের দুর্ভোগ বাড়ে শুধু বাড়ে, কমে না। অবিরাম কষ্ট পাচ্ছি। সরকারি বাজার মনিটরিং সেল, ভোক্তা অধিকার কার্যক্রম নামমাত্র। নিষ্ক্রিয়তার পোকা মাকড়ে বাসর সাজিয়ে দিব্যি নাক ডাকছেন। ভাবছি, এমন দুঃসহতায় কি দিন চলে? দিনমজুর ও গরীব জনগোষ্ঠী কার বাসনে হাত বাড়াবেন? লজ্জা নামক শব্দটি কি গাণিতিক নিয়মে অকার্যকর?