পরম শ্রদ্ধেয় মা মরহুম মরিয়ম বেগম ছিদ্দিকা,ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এইচএসসি ঢাকা হলিক্রস কলেজ এবং সেই ষাটের দশকে আইএড পাশ করেছিলেন বর্তমান চট্টগ্রাম বি এড কলেজ থেকে।কালুশাহ নগর ফৌজদারহাট, সীতাকুণ্ডের অধিবাসী শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক তৎকালীন বার্মা ইস্টার্ন/ বার্মা অয়েল কোম্পানির অফিসার মরহুম আহমদুর রহমান ও মরহুম জোহরা খাতুন এর প্রথম সন্তান আমার মা। উনারা পাঁচ বোন ও এক ভাই। মায়ের ভাই বোনেরা হলেন জিন্নাত আরা, জন্নাতুল ফেরদৌস, নাহারে রওনক, কোহিনূর বেগম এবং একমাত্র ভাই খালেদ আব্বাস। আমার নানী গৃহিনী সেই সময়ের পঞ্চম শ্রেণী পাশ। আমাদের ভাইবোন সবাইকে নিজে পড়াতেন।
উনার একটা নির্দিষ্ট নিয়ম ছিলো, ক্লাসে পড়ানোর আগে আমাদের বিভিন্ন বিষয় শিখিয়ে দিতেন, হাতে কলমে। ষাটের দশকে মা অবৈতনিক শিক্ষকতার পাশাপাশি নানান সামাজিক কাজ করতেন। উনি নিয়মিত প্রতিদিন বাংলা অনুবাদ সহ পবিত্র কোরআন তেলওয়াত করতেন। নিয়মিত বই পড়া ও লেখালেখির অভ্যাস ছিল। আমার মায়ের বড় গুণ ছিলো ধৈর্য ও সহনশীলতার মাত্রা। আইএড পাস করার পর সেই যাটের দশকে চট্টগ্রাম শহরে বিভিন্ন বিদ্যালয়ের অবতৈনিক শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। আমাদের গ্রাম চুনতিতে অনেককে মা বিনা বেতনে পড়াতেন। বিশেষ করে মেয়েদের শিক্ষার বিষয়ে মা খুব সচেতন ছিলেন। আমার পরম শ্রদ্ধেয় মা বলতেন ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করে জীবনের কঠিন সময় পাড়ি দিতে। সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে। আজ মা নেই,জীবনের কঠিন সময়ে মা তোমার কথা গুলো বেশী মনে পড়ে।হে মহান আল্লাহ আমার মাকে জান্নাত বাসী করে রাখুন। মা তোমার তুলনা তুমিই ।একজন নারী হিসেবে পৃথিবীর কাছে তুমি একজন মানুষ, আবার কিছু মানুষের কাছে তুমিই পুরো পৃথিবী। লেখক : প্রাবন্ধিক, সংগঠক