মাস্কের অধীনে কোম্পানির ভবিষ্যৎ খারাপ, কর্মীদের সতর্ক বার্তা টুইটার সিইওর

| বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

টুইটারে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরাওয়াল কর্মীদের বলেছেন যে ধনকুবের এলন মাস্কের অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন তিনি। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার মালিক এলন মাস্কের ক্রয় প্রস্তাবে সোমবার টুইটারের পরিচালনা পর্ষদ সম্মতি জানানোর পর আগরাওয়ালের এই বক্তব্য আসে। খবর বিডিনিউজের।

কোম্পানিজুড়ে আয়োজিত একটি টাউন হল সভায় টুইটারের সিইও কর্মীদের উদ্দেশে এই সতর্ক বাণী দেন। সোমবার ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪ কোটি ডলার খরচ করে টুইটারের মালিক বনে যাওয়া মাস্ক এই কোম্পানিকে ব্যক্তি মালিকানায় পরিচালনার ঘোষণা দিয়ে আসছেন।

টুইটারের কর্মীদের সঙ্গে পরে কোনো এক সময় প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মাস্ক, কোম্পানির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। কোম্পানি নিয়ে মাস্কের পরিকল্পনা, ছাঁটাইয়ের আশঙ্কা ও বিক্রির চুক্তি প্রসঙ্গে পরিচালনা পর্ষদের যুক্তি নিয়ে আগরাওয়াল কর্মীদের প্রশ্ন শোনেন, তিনি অনেক প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন যে এসব প্রশ্ন মাস্কের কাছেই করা উচিত। মাস্ক জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন টুইটার বাক স্বাধীনতার একটি প্ল্যাটফরম হয়ে উঠবে।

পূর্ববর্তী নিবন্ধকরাচি বিশ্ববিদ্যালয়ে ৩ চীনা নাগরিকসহ নিহত ৪
পরবর্তী নিবন্ধমস্কো পৌঁছেই যুদ্ধবিরতির ডাক জাতিসংঘ মহাসচিবের