মাঠে বাবাকে ভাত দিয়ে ফেরার পথে ছড়ায় ডুবে মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ি পাহাড়ি এলাকায় ছড়ার পানিতে পড়ে শামিমা সুলতানা (১২) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় দারুল হুদা মহিলা বালকবালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী শামিমা সুলতানা পাহাড়ে ধান চাষে কর্মরত পিতা দেলোয়ার হোসেনের জন্য ভাত নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে পাহাড়ি এলাকায় বোরো ধান চাষ করার জন্য জমিয়ে রাখা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। ছোট শিশুকে একাকি কোথাও পাঠানো উচিত নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে স্ক্র্যাপ বোঝাই খোলা ট্রাক, আতঙ্কে চালকরা
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান প্রার্থী নয়নের সম্পদ ৬ কোটি, আতাউলের ২৮ লাখ টাকা