ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ‘বৃহৎ জোট গঠনের চিন্তা করছে’ বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার দুপুরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই নির্বাচনি বৈতরণী পার হতে পারি। খবর বিডিনিউজের।
তিনি বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই–বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি। সালাহ উদ্দিন আহমদ বলেন, যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা যে বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারাদেশের আমরা তরুণ–যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য সারাদেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।
এই বিএনপি নেতা বলেন, ইনশাল্লাহ এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা–চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন জুলাই–গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন–তরুণ–যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা–চেতনাকে আমরা আত্মস্থ করেই সামনের দিকে এগিয়ে যাব।












