চাটগাঁ ভাষা পরিষদের এক সভা গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরী, তৌফিকুল ইসলাম চৌধুরী, ইলিয়াছ মিয়া, অধ্যাপক তসলিম মুহাম্মদ, শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, সাংবাদিক মোহাম্মদ ইমাইল জসিম, আ,ফ,ম, রবিউল হোসাইন, সরোজ কান্তি দাশ, জাহের মো. আলাউদ্দিন খান, অ্যাডভোকেট নুরুল আলম, সাইফুল আলম সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, চাটগাঁ ভাষা আমাদের অহংকার। এই ভাষাকে লালন করলেই আমাদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ ঘটবে।
এছাড়া একই দিন এক সাংগঠনিক সভা পরিষদের সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পৃষ্ঠপোষক হিসেবে ইলিয়াস মিয়াকে অন্তর্ভূক্ত করা হয়। উপস্থিত ছিলেন আহমদ ইরফানুল আজিজ, সরোজ কান্তি দাশ, মো, বেলালউদ্দিন, বশিরউল্লাহ সাইমুম, রাজেশ রতন মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।