একটা মৃদুমন্দ মেঘ
গায়ে সাদা কালোর তুলো,
বলে শ্রাবণ তো বয়ে গেল!
তুমি আমায় না যেন ভুলো!
এক সবুজ বোঝাই পাখি!
তার নামটা যে অজানা
সেও বলল গেয়ে গেয়ে
আমায় ভুলতে তোমার মানা!
এক নীল শালুকের গাঙ,
বলে, ‘আকাশ’ বলে ডেকো!
তোমায় রৌদ্র মেখে দিলাম।
শুধু আমায় মনে রেখো!
দুটি ষড়বিংশ চোখ,
তাতে ভীষণ অলুক নীল!
বলে তুমুল তরুণ ভোরে
আমি তোমার মারণ চিল!
এক পদ্ম পাতার মনে,
আজ রংধনুকের ভাঁজ।
সেই ভাঁজের পাতায় পাতায়
খুব ভীষণ রকম লাজ!
সে ভাবে মেঘের কথা!
আর সবুজ বোঝাই পাখি?
আর রৌদ্র মাখা আকাশ?
বন্ধ হল আঁখি!
তার বন্ধ আঁখির কোলে,
শুধু ভাসে অলুক নীল!
আর কাঁপুক পরাণ বলে,
তবে আসুক মারণ চিল!
এক তুমুল তরুণ ভোর,
এক তুমুল মারণ চিল,
এক নীল শালুকের চাষী,
চষে ভালোবাসার ঝিল।