ভালোবাসার গ্রাম

শাহেদ সারওয়ার | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

সবুজে ঘেরা আমাদের গ্রাম

যেন স্বপ্নের রাজকুমারী

স্বর্গীয় সাজে সেজেছে নদিম

পুরের যেন ফুলপরী।

 

শৈশব কালের গ্রামের কথা

কতো মনে পড়ে

তোমার প্রেমে জাগে সদা

নদিমপুর স্বরে স্বরে।

 

যেখানে থাকি সেখানে জপি

নদিমপুর এর রূপখানি

তোমার প্রেমে দিলাম সপি

রূপের গ্রাম মায়ানী।

 

গ্রাম বাংলার সৌন্দর্য দেখে

মন কখনোই ভরে না

আমরা কখনো এক জনমে দেখে

শেষ করতে পারবো না।

 

গ্রাম বাংলার মত শান্তি আর

পৃথিবীর কোথাও নাই

শহুরে জীবনে হাঁপিয়ে বারবার

নদিমপুরকে দেখতে পাই।

পূর্ববর্তী নিবন্ধশরৎচন্দ্র চট্টোপাধ্যায় : অপরাজেয় কথাশিল্পী
পরবর্তী নিবন্ধশীতের বিড়ম্বনা