ফেনী সীমান্তে তানজানিয়ার নারী গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশের চেষ্টা

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের চেষ্টার সময় তানজানিয়ার এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশবিজিবি।

রোববার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। গ্রেপ্তার নারীর নাম তিজাইব্রাহিমু আমিনা শাবান (৩২)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। খবর বিডিনিউজের। বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৫৯/এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিজকালিকাপুর সীমান্ত দিয়ে এক নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় নিজকালিকাপুর বিওপির টহল দল মজুমদার বাড়ির মসজিদের সামনে থেকে তানজানিয়ান ওই নারীকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে তানজানিয়ার পাসপোর্ট পাওয়া গেলেও বাংলাদেশ থেকে ভারত প্রবেশের কোনো ভিসা বা ট্রাভেল ডকুমেন্টস পাওয়া যায়নি বলে জানায় বিজিবি। আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মোশারফ বলেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় ওই নারী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ’
পরবর্তী নিবন্ধনাগরিকদের মতামত নিতে জরিপ করবে ঐকমত্য কমিশন