ব্যাঙ আর পুঁটি

রমিজ হোসেন (৩০,৪৪৪) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ব্যাঙ চলেছে বাপের বাড়ি

সঙ্গে পুঁটি মাছ

দুজনেরই গায়ে এখন

ভীষণ রঙিন সাজ।

যাওয়ার পথে বিড়াল ছানা

আগলালো পথ হেসে

আমিও যাব তোমার সাথে’

বলল হেসে হেসে।

ব্যাঙ বলে ‘চলো চলো’

দারুন মজা হবে

ওখানে আছে ইঁদুরছানা

মজা করে খাবে।

পূর্ববর্তী নিবন্ধআমেনার বাগান
পরবর্তী নিবন্ধওর আর আমার