বৈশাখী উৎসব

অপু বড়ুয়া | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

বৈশাখে বাঙালির বর্ষ শুরু

পয়লা বোশেখে হয় হর্ষ শুরু

বটতলা রথখোলা

থাকে সব পথ খোলা

নতুন বছর আসে স্বপ্ন নিয়ে

সুরের ঝাঁঝর বাজে

ঝনঝনিয়ে।

 

পথে পথে মেলা বসে

হৈ চৈ রব

এ যে এই বাঙালির

মহউৎসব।

 

জারি সারি কবিগান ভাটিয়ালিটান

বাউলের একতারা উদাস পরাণ।

বৈশাখী মেলা মানে সুখের আবেশ

বৈশাখে জেগে ওঠে আমাদের দেশ।

পূর্ববর্তী নিবন্ধচিরায়ত বৈশাখ
পরবর্তী নিবন্ধপ্রবাল দ্বীপে কিশোর দল