হাটহাজারীতে বেদুইনদের থেকে বিলুপ্ত প্রজাতির সাপ ও নেউল (বেজি) উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। গতকাল রোববার দুপুরে হাটহাজারী থানার সামনে ব্রিজের পাশ থেকে এসআরটিবিডি সহযোগিতায় স্থানীয় বনবিভাগ তিন প্রজাতির সাপ ও নেউল উদ্ধার করেছে।
জানা যায়, রোববার সকালে থানার সামনে বিলুপ্ত প্রজাতির পদ্মা গোখরা, কালনাগিনী, ধাড়াশ সাপ ও বেজি নিয়ে খেলা দেখানোর নামে পথচারীদের কাছ থেকে টাকা আদায় করছিল কয়েকজন বেদুইন (যাযাবর)। বিষয়টি স্থানীয় বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, এসআরটিবিডি সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা বিলুপ্ত প্রজাতির পদ্মা গোখরা, কালনাগিনী, ধাড়াশ সাপ ও একটি বেজি উদ্ধার করি। পরে প্রাণীগুলোকে আমরা গহীন বনে অবমুক্ত করে দিই। এ সময় বেদুইনরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।