চবি উপাচার্যের সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিনিধি দলের সাক্ষাৎ

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কামাল আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের ফেলো মৌমিতা বসাক সৌজন্য সাক্ষাৎ করেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ে মতবিনিময় হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেদুইনদের কাছ থেকে বিলুপ্ত প্রজাতির সাপ ও বেজি উদ্ধার
পরবর্তী নিবন্ধকরোনা আক্রান্ত ম. হামিদ ও ফালগুনী