বৃষ্টি বিলাশ

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

ঘুঙুর পায়ে বৃষ্টি নামে

তা ধিন তা দেবে তাল

ঢেউ হুড়মুড় শান্ত নদী

দোলে বনের সবুজ ডাল।

দোদুল ঢাকি ঢোল বাজাবে

ভৈরবী শাঁখ খঞ্জনা

টুকটুকে লাল শাড়ি পরে

মঞ্চ দোলাবে অঞ্জনা।

ব্যাঙের ছানা ঝুপুর ঝাপুর

ঝিঁঝি পোকার কেবলা সুর

ডোরা সাপের লেজ নাড়ানি

শেয়াল দেখে সমুদ্দুর।

মা মাছেরা বেজায় খুশি

ছাড়বে পোনা জলেতে

আধমরা সব সবজি বাগান

ডুব দিল জল তলেতে।

পূর্ববর্তী নিবন্ধআমি তোমার মুক্তো হবো
পরবর্তী নিবন্ধভালোবাসার রং নীল