দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় আসর বিপিএলের তৃতীয় পর্ব মাঠে গড়াচ্ছে কাল। ঢাকার পর সিলেট হয়ে বিপিএল এবার চট্টগ্রামে। আগের দুই ভেন্যু ঘুরে বিপিএলের ট্রফিও এখন চট্টগ্রামে। গতকাল পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বিপিএল ট্রফি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এই ট্রফি উন্মোচন করেন। এসময় বিপিএলে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ট্রফি উন্মোচন করে চট্টগ্রামে বিপিএলকে স্বাগত জানান। তিনি বলেন, বন্দর নগরী চট্টগ্রামে বিপিএল বেশ জাকজমকপূর্ণ আবহে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ক্রিকেট পাগল মানুষ এই বিপিএল উপভোগ করবে মন ভরে তেমন প্রত্যাশা করেন সিটি মেয়র। তিনি একই সাথে চট্টগ্রামের দল চিটাগাং কিংসের সাফল্যও কামনা করেন।