বিপিএল উত্তেজনা এখন চট্টগ্রামে

ঘোষণা করা হয়েছে টিকেটের দাম এবং প্রাপ্তি স্থান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল উত্তেজনা এখন চট্টগ্রামে। গত সোমবার শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। গতকালই বেশিরভাগ দলই চট্টগ্রামে এসে পৌঁছেছে। আজ থেকে তারা পুরোদমে অনুশীলন শুরু করবে। আগামীকাল থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ঢাকায় গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল সিলেটে নোঙর করে গত ৬ জানুয়ারি। গত ১৩ জানুয়ারি শেষ হয় সিলেট পর্ব। এরপর বিপিএল নোঙর করছে চট্টগ্রামে। চট্টগ্রামে ৬ দিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চট্টগ্রাম পর্বের। আর আগামী ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এই পর্বের। এরপর বিপিএল আবার পা রাখবে ঢাকার মিরপুরে। যেখানে বাকি সব ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। এদিকে বিপিএলকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম। ম্যাচের ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সেজেছে নতুন সাজে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত সাতটি দলই এসে গেছে চট্টগ্রামে। এই সাতটি দল চট্টগ্রামে থাকেছ ভিন্ন ভিন্ন হোটেলে। যেখানে স্বাগতিক চিটাগাং কিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী এই পাঁচটি দল অবস্থান করবে রেডিসন ব্লুতে। হোটেল আগ্রাবাদে থাকবে সিলেট স্ট্রাইকার্স। আর পেনিনসুলায় থাকবে ঢাকা ক্যাপিটালস। পূর্ব র্নিধারিত সুচি অনুযায়ী আজ সাতটি দলেরই অনুশীলন করা কথা। যেখানে এম এ আজিজ স্টেডিয়ামে ভিন্ন ভিন্ন সময়ে অনুীশলন করবে দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। আর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। এদিকে বিপিএলের চট্টগ্রাম ভেন্যুর জন্য টিকেটের দাম এবং টিকেট প্রাপ্তির স্থান ঘোষনা করেছে বিসিবি। যেখানে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব হাউজ (পূর্ব) এর দাম রাখা হয়েছে ৫০০ টাকা। গ্রান্ড স্ট্যান্ড (পূর্ব এবং পশ্চিম) এর টিকেটের দাম রাখা হয়েছে ২০০০ টাকা। প্যাভেলিয়ন প্রান্তের রূপটপের টিকেটের দাম রাখা হয়েছে ২০০০ টাকা। ক্লাব হাউজ (পশ্চিম) এর টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পূর্ব গ্যালারীর টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। আর পশ্চিম গ্যালারীর টিকেটের দাম ২০০ টাকা। জিরো ওয়েস্ট জোন টিকেটের দাম ৬০০ টাকা। অন্যান্য স্টেডিয়ামের মত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া প্রান্তে করা হয়েছে শহীদ আবু সাঈদ ব্লক। আর সে ব্লকের টিকেটের দাম রাখা হয়েছে ৭০০ টাকা। চট্টগ্রামের বিপিএল পর্বের জন্য টিকেট যথারীতি অন লাইনে পাওয়া যাবে। অফ লাইনে যারা কিনতে চান তাদের জন্য এম এ আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বিটাক মোড়ে দুটি কাউন্টার খোলা হয়েছে। এছাড়া মধুমতি ব্যাংকের আগ্রাবাদ শাখা এবং ও আর নিজাম রোড শাখায় পাওয়া যাবে টিকেট। প্রতিদিনি সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল ট্রফি এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধনির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয় : জাতিসংঘ