বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ঈদ আনন্দ

| বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ প্রচারিত হবে। ঈদ আনন্দ উপস্থাপনা করেছেন অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নাবিলা ইসলাম। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানে জনসচেতনামূলক কনটেন্ট কমেডি শো, কমেডি টকশো ও নাচে গানে ভরপুর থাকবে। নাচে অংশগ্রহণ করেছেন ইমতিয়াজ বর্ষণ ও মিস ইউনিভার্স তোরসা, এছাড়া অনন্য বড়ুয়ার নৃত্য পরিচালনায় থাকছে নৃত্য পরিবেশনা রয়েছে।

আমার মন ভালো নেই কথার ভাইরাল উৎস কমেডি পরিবেশন করেছেন। বিভিন্ন কনটেন্টে অভিনয় করেছেন অভিনেতা কচি খন্দকার, নূরে আলম নয়ন, বাপ্পা চৌধুরী। কমেডি টকশোতে অংশগ্রহণ করেছেন তমাল মাহমুদ, আমীন আজাদ, তারিক স্বপন, লিটন খন্দকার ও রুবেল। হায়রে আমার মাতানো দেশ গানটির সাথে অনুষ্ঠানের ইতি টানা হয়েছে। ঈদ আনন্দ প্রচার হবে ঈদের দিন রাত ১০ টায়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন এবং প্রযোজনা করেছেন ইলন সফির ও মো. জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের দুই যুগ পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধমেরি মল্লিক