চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল টুর্নামেন্টে গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জিতে রাউজান উপজেলা ও পটিয়া উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী রোববার বিকাল ২.৩০ টায় এই দুই দল ফাইনালে মোকাবেলা করবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জোনের ফাইনালে রাউজান উপজেলা ২-১ গোলে সীতাকুন্ড উপজেলার বিরুদ্ধে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে শারমিন ও অনিকা ১টি করে গোল করেন। বিজিত দলের হয়ে বৈশাখী একটি গোল পরিশোধ করে দেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় পটিয়া উপজেলা জয়লাভ করে। তারা একই ব্যবধানে অর্থাৎ ২-১ গোলে শক্তিশালী আনোয়ারা উপজেলাকে পরাজিত করে। জয়ী দলের হয়ে নাসরিন ও ইয়াসমিন একটি করে গোল করেন। অন্যদিকে বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন শিফা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উত্তর জোনের ফাইনালে ফটিকছড়ি উপজেলা জয়লাভ করে। তারা ১-০ গোলে সন্দ্বীপ উপজেলাকে পরাজিত করে। বিজয়ী ফটিকছড়ি উপজেলার পক্ষে খেলার শেষ দিকে মো. ইকবাল একমাত্র গোলটি করেন। এর আগে উভয় দল বেশ প্রতিদ্বন্দ্বিতা করে খেলে। কিন্তু দক্ষ গোলদাতার অভাবে কারো গোল পাওয়া হয়নি। প্রথমার্ধের খেলা অমীমাংসিত ছিল। দ্বিতীয়ার্ধে ফটিকছড়ি চড়াও হয়ে খেলতে থাকে। খেলার শেষ দিকে এসে একটি আক্রমন থেকে বল পেয়ে ইকবাল দূরপাল্লার দুর্দান্ত বাম পায়ের শটে বল সন্দ্বীপের জালে জড়িয়ে দেন। একই ভেন্যুতে এর আগে অনুষ্ঠিত খেলায় পটিয়া উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে কর্ণফুলী উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র ছিল। টাইব্রেকারে পটিয়ার পক্ষে আকিব, হাসান, শরিফুল ও মেজবাহ গোল করেন। অন্যদিকে কর্ণফুলীর পক্ষে শাহিন, ইমতিয়াজ ও মিরাজুল গোল করতে সমর্থ হন। এর আগে দু’দলই সমান তালে খেলে। আক্রমন প্রতি আক্রমনের এই খেলায় কোন দলই ফিনিশিংয়ে গিয়ে সুবিধা করতে পারেনি ফলে খেলা টাইব্রেকারে যায়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজ চারটি খেলা অনুষ্ঠিত হবে। মহানগরী জোন বালিকা ইভেন্টে পাঁচলাইশ থানা খেলবে ডবলমুরিং থানার বিপক্ষে। সকাল ৯.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। পাহাড়তলী থানা এবং চান্দগাঁও থানা সকাল ১০.৩০ টায় পরস্পরের মোকাবেলা করবে। দক্ষিণ জোন বালক ইভেন্টের খেলায় বাঁশখালী উপজেলা এবং পটিয়া উপজেলা বিকাল ৩ টায় পরস্পরের মুখোমুখি হবে। এছাড়া উত্তর জোন বালক ইভেন্টে হাটহাজারী উপজেলা খেলবে ফটিকছড়ি উপজেলার বিপক্ষে বিকাল ৪.৩০টায়। সব খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।